csfcuet

CSF

Help-Aid-Relief

Mar 15, 2025

Fund Raising for A Mother

চুয়েটের সকলের অকৃত্রিম ভালোবাসা ও সহানুভূতির কারণে গতবার আমরা ২ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করতে পেরেছিলাম, যা দিয়ে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম,চুয়েটের যুগ্ম অর্থ সম্পাদক ফয়সালের মায়ের ক্যান্সার চিকিৎসার রেডিওথেরাপি, কেমোথেরাপি ও হরমোন থেরাপির খরচের একটা বড় অংশ মেটানো সম্ভব হয়েছিল।

৭ মাস আগে ক্যান্সার ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ টাকার মতো চিকিৎসার ব্যয় ফয়সালের পরিবার একা বহন করেছে। আপনাদের সহায়তায় জোগাড় হওয়া টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা এখনো অবশিষ্ট আছে, যা দিয়ে বাকি রেডিওথেরাপির খরচ মেটানো হবে। 

কিন্তু চিকিৎসা চলাকালীন সময়ে "ডি-ডিশ" টেস্টের রিপোর্টে "HER-2 Positive" ধরা পড়ায়, কেমোথেরাপির পাশাপাশি বাধ্যতামূলকভাবে টার্গেটেড থেরাপি যোগ করা হয়েছে যার মূল উদ্দেশ্য ক্যান্সার এর  প্রোগ্রেশন রোধ করা। 

এই টার্গেটেড থেরাপি অত্যন্ত ব্যয়বহুল, এবং মোট ১৭টি সেশনের মধ্যে ৫টি সম্পন্ন হয়েছে। প্রতিটি থেরাপির খরচ ৬০,০০০ টাকা। বাকি ১২টি থেরাপির জন্য প্রয়োজন ৭ লাখ ২০ হাজার টাকা (৬০,০০০ × ১২) 

এত বড় অঙ্কের টাকা বহন করা ফয়সালের পরিবারের পক্ষে আর সম্ভব নয়। তাই একজন মাকে বাঁচাতে আমাদের আবারও একত্রিত হওয়া প্রয়োজন।আমরা বিশ্বাস করি, একজন ব্যাচমেটের এমন দুর্যোগপূর্ন সময়ে আমরা সহ শিক্ষক ও এলামনাই সকলেই এগিয়ে আসলে চিকিৎসার এটুকু অর্থ সংগ্রহ কোন সমস্যা ই না, এতে একজন মা সুস্থ হতেন, আমাদের ব্যাচমেট ফিরে পেতো আশার বাণী। এই কারণেই, আমাদের উচিত, নিজের যা কিছু আছে, যতটুকু সম্ভব, তাই দিয়ে ফয়সালের মায়ের জন্য সহায়তার ব্যবস্থা করা, এবং তার পরিবারের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া। 

আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে সামান্য সাহায্যের হাত বাড়াই, তবে হয়তো এই সংগ্রামটা সহজ হয়ে যাবে।

আসুন, আমরা সবাই মিলে আরেকবার ফয়সালের মায়ের পাশে দাঁড়াই।

যোগাযোগ ও সাহায্যের মাধ্যম:

Bkash: 01305997566 (Tawsif) 01953026581 (Nafiz)

Nagad: 01869613804 (Mubin)

Rocket: 01869613804-8 (Mubin)

Bank Account: Account No: 2304079464001 (City Bank) Account Name: Yasir Rahman Branch: Chawkbazar, Chattogram


Event Link: https://www.facebook.com/events/532169979310629/


Report Link: https://drive.google.com/file/d/1r9sZy87K46wrhLMcXcHOEbHwOQsElR_D/view?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR09-27GhbSylylFfCxLq9Fa9lbhjsoZFtUDujseROKtpuiA6bYf1cSh7Ic_aem_Zvuoc6qtWovLsgO5Lgqatw


Join Our Community Now

Join Community