Mar 23, 2025
06:00 AM
The Institution of Engineers, Bangladesh (IEB)
مِ فَرْحَتَان فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ.
"রোযাদারের জন্য দুটি বিশেষ আনন্দের মুহূর্ত রয়েছে। একটি হল, ইফতারের সময়। অপরটি হল, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। (সহীহ মুসলিম, হাদীস ১১৫১)"
সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ। পবিত্র মাহে রমজান মাসে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত হল ইফতার।
এ প্রতীক্ষিত মুহূর্তটিকে আরো আনন্দঘন করার উদ্দেশ্যে এবং কালের পরিক্রমায় নবীনদের আগমনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর অন্যতম সংগঠন 'Chittagong Student Forum' অর্থাৎ 'CSF' কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী 'চুয়েটিয়ানস ইফতার মাহফিল'।
তারিখ: ২৩/০৩/২০২৫ (রোজ রবিবার)
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন, আই ই বি, চট্টগ্রাম কেন্দ্র।
'CSF' প্রতিবছর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান , রমজান মাসে 'ইফতার মাহফিল', বার্ষিক ট্যুর,ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেল্প ডেস্ক স্থাপন এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'Chittagong Student Forum' এর নিজস্ব স্টল স্থাপন করে। "CSF" শুধুমাত্র চুয়েটস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের এক ছাদের নিচে নিয়ে আসাতে সীমাবদ্ধ না থেকে তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিয়েছে আরো বিস্তৃতভাবে। তাছাড়া আয়োজিত হয় ফুটসাল টুর্নামেন্ট , ক্যারিয়ার এডভাইস সেশন,বার্ষিক ট্যুর সহ বর্ণাঢ্য সব আয়োজন। ব্যতিক্রমধর্মী কর্মকাণ্ডের প্রয়াসে 'CSF' থাকে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ!
আশা করি আসন্ন দিনটি শ্রদ্ধেয় শিক্ষকগণ, প্রাক্তন এবং নবাগত শিক্ষার্থীদের মিলনে উৎসবমুখর পরিবেশে পরিণত হবে।আমাদের এই আয়োজনের সাথে থাকার জন্য সবার প্রতি আহ্বান রইলো।
টাকার পরিমাণ :
৪৫০ টাকা - '১৯ ব্যাচ
৪০০ টাকা - '২০,'২১ ব্যাচ
৩৫০ টাকা- '২২ ব্যাচ
৩০০ টাকা- '২৩ ব্যাচ
টাকা পাঠানোর পদ্ধতি:
19 batch and seniors:-
bKash no. :
Sakib Karim: 01517133335
bKash/nagad:
Wahid Bin Noor- 01677938762
Saeed Jamil- 01866460660
Mohammad Minhaz Uddin- 01812881035
Rocket:
Raihan Uddin Bhuiyan- 01521536495
'20 batch:
Bkash:
Shomen Dasgupta -01836006528
Abtahi Nafiz- 01780484888
Fairoj Tasnim Ruhiya-01644271527
Amarthy Das
(Rocket)-01792115960
Sadman kabir lfty
01817737388( Nagad, Bkash)
Samanta Naj Mehbuba
bKash number:01893421934
'21 batch:
Imam Hossain -01879466744(Bkash)
Radiul walee -01876150126 (Nagad)
Fardin Hasan Niloy -01770624036(Bkash)
Asma Ul Husna - 01841-567687( Bkash)
Sadia Amin Nissat -01403437468(Bkash)
'22 batch
Imtiaz shayer
Bkash-01537355998
Shaheed Abeer
+8801979776106(nagad)
Shifat Tanvir
Bkash- 01837198873
Tafannum Nur
Bkash- 01647479701
রেফারেন্সে CSF লেখে নিজের নাম ও ব্যাচ উল্লেখ করে দিবেন সবাই।
Example: CSF-NAME-STUDENT ID
টাকা পাঠিয়ে নিম্নোক্ত ফর্মটি অবশ্যই পূরণ করতে হবে।
লিংক: https://forms.gle/fkXjmJQgqctWibFm6
****টাকা পাঠানোর শেষ সময়: ২১ মার্চ, রাত ১২ টা****
For any kind of queries, feel free to contact with:
Dipro Chowdhury
President,
Chittagong Student Forum, CUET.
Contact: 01836688539
Tanvir Ahmed
General Secretary,
Chittagong Student Forum, CUET.
Contact: 01856189101
সকলে উক্ত আয়োজনে সাদরে আমন্ত্রিত!
ধন্যবাদ! 🤍